জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ | ৩:২৩ অপরাহ্ণ | 510 বার পঠিত
জাবির হল খুলছে কাল, শিক্ষা কার্যক্রম চালু ৮ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://ju-admission.org ফলাফল প্রকাশ করা হয়।

জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০ আসনের বিপরীতে আবেদন করেন মোট ৬৯ হাজার ১২৯ জন। সে অনুযায়ী প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১৬ জন। এছাড়া অনুপস্থিতির হার ৩৪ দশমিক ১৭ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বলেন, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, জাবিতে প্রথম দফায় সাধারণত আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্রাউজ করে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধপ্রবেশপত্র দেখিয়ে টিকা পাবে এইচএসসি পরীক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধসাত কলেজের বাণিজ্য ইউনিটের ফলাফল প্রকাশ