আজ শুরু হচ্ছে শিল্পকলা একাডেমি চট্টগ্রাম পর্বের জাতীয় নাট্যোৎসব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | ৫:১১ অপরাহ্ণ | 457 বার পঠিত

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম প্রাঙ্গণে ‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে না এ সংস্কৃতি’ স্লোগানে ৬৫ জেলায় চলা জাতীয় নাট্যোৎসব ২০২০ এর চট্টগ্রাম জেলার চট্টগ্রামে নাট্যোৎসব শুরু হচ্ছে আজ ২২শে ফেব্রুয়ারি। যা চলবে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় নাট্যোৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। আজ চট্টগ্রামে উদ্বোধনী দিনে অনিরুদ্ধ মুক্তমঞ্চে সন্ধ্যা ৬ টায় মঞ্চায়িত হবে উন্মুক্ত পথ নাটক স্যালুট পরিবেশনায় আসর নাট্য সম্প্রদায়।

প্রতিদিন সন্ধ্যা ৭ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটক প্রদর্শিত হবে। আজকের দিনের দ্বিতীয় নাটক মিলনায়তনে দৃষ্টিপাত নাট্যদল, ঢাকা পরিবেশনায় নাটক ইডিপাস অবলম্বনে রাজা হিমাদ্রি।

জাতীয় নাট্যোৎসবের আয়োজনে রয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

নাটকের টিকিট ৫০ ও ১০০ টাকা করে মিলনায়তন কাউন্টারে পাওয়া যাবে বলেছে আয়োজকরা।
সবাইকে জাতীয় নাট্যোৎসব সফল করার জন্য শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে এসে নাটক দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/এমজে

পূর্ববর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রীদের মাঝে ৪০ সাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপর্দা উঠলো ডাকসু-মুজিববর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসবের