জাককানইবি প্রেসক্লাবের প্রথম প্রকাশনা ‘কলম’ প্রকাশিত

জাককানইবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ | ১:৪৩ অপরাহ্ণ | 367 বার পঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর প্রথম প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যাঁরা পরপারে চলে গেছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘কলম’ এর প্রথম প্রকাশনা উৎসর্গ করা হয়।

বৃহস্পতিবার  (৪ জুলাই) সকাল ১১ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয় এর উপাচার্যের কক্ষে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি হয় । প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন করেন জাতীয় অধ্যাপক, বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ প্রফেসর ড. রফিকুল ইসলাম, উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (আসানসোল, পশ্চিমবঙ্গ) এর সহযোগী অধ্যাপক ড. মোনালিসা দাস, ড. সাথী গুহ, পরিচালক, নজরুল সেন্টার ফর সোশ্যাল এন্ড কালচার স্টাডিজ, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (আসানসোল, পশ্চিমবঙ্গ), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, প্রফেসর ড. রশিদুন নবী, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয় এর ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এর উপ-পরিচালক রাশেদুল আনাম, বিশ্ববিদ্যালয় এর জনসংযোগ কর্মকর্তা ও পি এস টু ভিসি হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল্লাহ তুহিন, সাধারন সম্পাদক নিহার সরকার অংকুর, সাংগঠনিক সম্পাদিকা তিতলি দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান সৈকত, আইন বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মারুফ, অর্থ সম্পাদক বায়েজিদ হাসান প্রমুখ।

প্রকাশনাটিতে স্থান পেয়েছে ১৫টি প্রবন্ধ/গল্প, কবিতা ও ৬টি ছড়াসহ সর্বমোট ২১ টি লেখা। প্রকাশনাটিতে বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সভাপতি, জাককানইবি প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক এর বাণী রয়েছে।

এছাড়াও প্রকাশনা ‘কলম’ এ লিখেছেন দেশ বরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার এবং বিশিষ্ট ছড়াকার সঞ্জয় সরকার। বিশ্ববিদ্যালয়ের বই প্রেমিক শিক্ষার্থীরাও কলমে তাদের লেখা প্রকাশ করেন। প্রকাশনাটির প্রচ্ছদ করেছেন চারুকলা বিভাগের প্রভাষক মো. রাশেদুর রহমান।

অতিথিরা জাককানইবি প্রেসক্লাব এর প্রকাশনাটির প্রশংসা করেন। ভবিষ্যতেও যেন প্রকাশনাটির ধারাবাহিকতা থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রকাশনাটি বিশ্ববিদ্যালয় এর চলমান নজরুল বই মেলার ২১ নং বিশ্ববিদ্যালয় পরিবার স্টলে পাওয়া যাবে।

মুক্ত ক্যাম্পাস/তিতলি/এমআর

পূর্ববর্তী নিবন্ধচীনা প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক
পরবর্তী নিবন্ধজাবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি