জাককানইবিতে এবার প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন

তিতলি দাস, জাককানইবি
শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ | ১:০৩ অপরাহ্ণ | 140 বার পঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধাতালিকা-jkkniu admission result 2022

স্নাতক(সম্মান) ১ম বর্ষে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ১০৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ৩৪ হাজার ৮২২ জন। যেখানে প্রতি আসনে পরীক্ষায় অংশ নিবে ৩৩জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় ৪ অনুষদে ২৩টি বিভাগকে ৫টি ইউনিটে বিভক্ত করে আবেদন প্রক্রিয়া শুরু হয়। কলা অনুষদের আওতায় A ইউনিটে ১৫৫ আসনের বিপরীতে আবেদন করেছে ৬ হাজার ৯৮৮জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ৪৫ জন। বিজ্ঞান অনুষদ এর B ইউনিটে ১৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ৮হাজার ৮৫৯জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ৫৫ জন। ব্যবসায় প্রশাসন অনুষদ এর আওতায় C ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছে ৫হাজার ১৮৯ জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ২৬ জন। সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় D ইউনিটে ৪০০ আসনের বিপরীতে আবেদন করেছে ১২হাজার ১০ জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ৩০ জন। কলা অনুষদের আওতায় E ইউনিটে ১৪৫ আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৭৭৬ জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন।

মোট আবেদনের মধ্যে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা ১৯হাজার ২৬৫ জন যা মোট আবেদনকারীর শতকরা ৫৫ ভাগ অন্যদিকে নারী শিক্ষার্থী সংখ্যা ১৫ হাজার ৫৫৩ জন যা মোট আবেদনকারীর শতকরা ৪৫ ভাগ।

স্নাতক(সম্মান) ১ম বর্ষে ২০১৯-২০ শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়ায় গত ভর্তি পরীক্ষা থেকে ফরমের মূল্য বৃদ্ধি ও আবেদন যোগ্যতায় জিপিএ বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূল্য বৃদ্ধির কারণ হিসেবে নতুন সংযোজন লিখিত পরীক্ষার খরচকে দেখানো হয়েছে।

আবেদন প্রক্রিয়ার বিষয়ে ওয়েবসাইট, প্রশ্নপত্র ও এস এম এস উপ কমিটির সভাপতি ড. মো. শেখ সুজন আলী বলেন, ফরমের মূল্য বৃদ্ধি ও আবেদন করতে জিপিএ বৃদ্ধির পরেও গতবার থেকে এবারের আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এবার কোন অভিযোগ ছাড়াই সুন্দর ভাবে আবেদন করতে পেরেছে শিক্ষার্থীরা ।

উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া শেষ হয় গতকাল ৩১ অক্টোবর। এবং আগামী ১৭-২১ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মুক্ত ক্যাম্পাস/তিতলি/জেডআর

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় যুব দিবস পালিত
পরবর্তী নিবন্ধনোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু