চট্টগ্রামে ঈদে বিনোদনকেন্দ্রে ভিড় করলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রবিবার, ১৭ মে ২০২০ | ১২:৩৮ অপরাহ্ণ | 411 বার পঠিত
ঈদে বিনোদনকেন্দ্রে ভিড় করলে জরিমানা

চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছে এবারের ঈদুল ফিতরে চট্টগ্রামে বিনোদনকেন্দ্র গুলোতে ভিড় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল-জরিমানা সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা গণবিজ্ঞপ্তি মেনে ফয়’স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকি সমুদ্র সৈকত, হালিশহর সমুদ্র সৈকত, সাগরিকা সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকতসহ চট্টগ্রামের সব ধরণের বিনোদনকেন্দ্র বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে সব ধরণের জনসমাগম নিষিদ্ধ রয়েছে জানিয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম গণমাধ্যমকে বলেন, এই নির্দেশনা অমান্য করে কেউ বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করতে পারবেন না। ফয়’স লেকসহ বেসরকারি মালিকানাধীন বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখতে আমাদের নির্দেশনা রয়েছে। সরকারি মালিকানাধীন বিনোদনকেন্দ্রগুলোও বন্ধ থাকছে।

সৈকতসহ খোলা জায়গার বিনোদনকেন্দ্রগুলোতে যাতে মানুষ যেতে না পারে সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানান চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম।

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/এমআর

পূর্ববর্তী নিবন্ধমোংলায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু আরও ১৪ জনের