জঙ্গলে সন্তান প্রসব, শিশু নিয়ে গেল বন্য জন্তু

অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৬ জুন ২০২০ | ১১:২৩ পূর্বাহ্ণ
বাড়িতে  শৌচাগার না থাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে জঙ্গলের ভেতরেই সন্তান জন্ম দেন ওই নারী। এরপরই জ্ঞান হারান। কিন্তু জ্ঞান ফেরার পর তিনি দেখেন, তার পাশে সন্তান নেই । সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের চম্বলে এমন ঘটনা ঘটেছে।
 
জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিল্পী চৌহান নামের ২৬ বছর বয়সী এক নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জঙ্গলে জ্ঞান হারান। কয়েক ঘণ্টা পর তাকে জঙ্গল থেকে উদ্ধার করেন গ্রামবাসী।
 
ওই নারী বলেছেন, ‘আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলাম। তখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। রক্তক্ষরণ দেখে আমি অজ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর আমি আর আমার ছেলেকে খুঁজে পাইনি।
 
গ্রামবাসী জানিয়েছেন, তারা যখন ওই নারীকে উদ্ধার করেন তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল। তারা আরো জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যে এত বড় বিপত্তি হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি ওই নারী।  শিশুটিকে কোনো বন্য জন্তু গভীর জঙ্গলে নিয়ে গেছে। এমন মর্মান্তিক ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
 
বর্তমানে ওই নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনও পর্যন্ত তার শিশুটি পাওয়া যায়নি।
 মুক্ত ক্যাম্পাস/ এসপি
পূর্ববর্তী নিবন্ধশহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবিএনপি সমালোচনাকে দর্শন হিসেবে নিয়েছে: ওবায়দুল কাদের