চবিতে ছাত্রলীগ কর্মীর উপর হামলা: একাংশের ক্যাম্পাস অবরোধ

তামিম আহমেদ শরিফ, চবি প্রতিনিধি:
বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | ৭:১৬ অপরাহ্ণ | 118 বার পঠিত
চবিতে ছাত্রলীগ কর্মীর উপর হামলা: একাংশের ক্যাম্পাস অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তে দুই ছাত্রলীগ কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে অবরোধ করে শাখা ছাত্রলীগের উপগ্রুপ ৬৯। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের বাস ও ট্রেন আটকে রাখে।

আজ বুধবার (২২জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের পাশে এই ঘটনা ঘটে। আহতদের নাম মাহফুজুল হুদা লোটাস ও ইব্রাহিম খলিল মুকুল। তারা দুজনেই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপগ্রুপ ৬৯ এর কর্মী ছিলেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্টেশনের পাশে সিপি রেষ্টুরেন্টে লোটাস ও মুকুল তারা বসে ছিলো। এসময় সিএনজি করে ৪-৫জন মুখোশধারী এসে তাদের উপর অতর্কিত হামলা করে এবং পরে তারা সেই সিএনজি করেই চলে যায়। পরে উপগ্রুপ ৬৯ এর কর্মীরা এসে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে এবং বিশ্ববিদ্যালয়ের শাটল ও বাস আটকে রাখে জোড হতে লাগে।

হামলার ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের আরেক উপগ্রুপ আরএস (RS) কে দায়ী করে তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদকে ও গ্রুপ নেতাদের সাথে বসে আগামীকাল (২৩জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় নিয়ে এর মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। পরে তারা প্রধান ফটক খুলে দেয় এবং বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরে আসে।

হামলার এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু মুক্ত ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কোন পদক্ষেপ নিতে পারেনি, তাই এখন পর্যন্ত এরকম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছেই। এর আগেও এরকম আরো ঘটনা ঘটেছে। আমরা উনাদের সাথে কথা বলেছি, উনি সময় নিয়েছেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনির হোসেন বলেন, আমরা তাদের থেকে সময় নিয়েছি। তাদের কয়েকজনের সাথে বসে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, উপগ্রুপ দুটি চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাসিরের অনুসারী বলে পরিচিত।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/তামিম/জেডআর

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পৃথক দুই ঘটনায় বহিষ্কার ৩
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী শোভাযাত্রা