যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহারে বিরত থাকার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ৩:৩৭ অপরাহ্ণ | 248 বার পঠিত
যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহারে বিরত থাকার নির্দেশ

সব ধরণের যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার কোন যানবাহনে ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

জানা গেছে, সংগঠনটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ব্যক্তি মোটরসাইকেলসহ যানবাহনে ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকাল ব্যবহার করেন। এমনকি অনেকে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে সংগঠনটির ভাব মুর্তি নষ্ট হয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে অনেক, যা সংগঠটির ভাবমূর্তি নষ্ট করছে। এরমধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে এ নির্দেশ দেয়া হলো।

মুক্ত ক্যাম্পাস/মিরহাজুল/রানা

পূর্ববর্তী নিবন্ধচীনা প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি
পরবর্তী নিবন্ধনড়াইলে ভালবাসা দিবসে সুবিধাবঞ্চিতদের মাঝে ব্যতিক্রমী আয়োজন