বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৯ মে ২০২০ | ১১:১৮ অপরাহ্ণ | 262 বার পঠিত
বাংলাদেশ ছাত্রলীগের উদ্যাগে গাইবান্ধায় ইফতার সামগ্রী বিতরণ

আজ শনিবার (৯ মে ) বিকেলে উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, অসহায় ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একসপ্তাহ পরিমাণ এসব ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি মুড়ি, সেমাই ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ছোলা বুট ৫০০ গ্রাম , ময়দা ১ কেজি, খেজুর ২৫০ গ্রাম, গুড়া দুধ ১ প্যাকেট।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৌরভ সাহা’র উদ্যাগে তার নিজ এলাকায় কিছু উদীয়মান ছাত্রলীগের কর্মীদের সমন্বয়ে এই ইফতার সামগ্রীর ব্যবস্থা ও বিতরণ করা হয়। এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আসাদুজ্জামান সোহাগ, নাজমুস সাদাত, রাব্বী হাসান, মাসুদ, শাওন, সাগর, রাহাত সহ অনেকেই।

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৌরভ সাহা মুক্ত ক্যাম্পাসকে বলেন, করোনায় কর্মহীন মানুষের জন্য কিছু করা প্রচেষ্টা থেকেই এলাকার ছাত্রলীগের ছোটভাইদের সমন্বয়ে নিজেরাই চাঁদা তুলে পঞ্চাশ পরিবারের একসপ্তাহের জন্য ইফতার সামগ্রী উপহারের ব্যবস্থা করি। এর আগেও অন্য একটি ইউনিয়নে বেশকিছু পরিবারের মাঝে একসপ্তাহের খাদ্য-সামগ্রী বিতরণ করেছিলাম। এই সামান্য উপহারে অনেকেই আনন্দ অশ্রু সিক্ত হয়ে আমাদের মন ভরে দোয়া করেছেন। আসলে খুব সামান্যতেই মানুষকে খুশি করা যায়, যা আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রিয় পাঠক, দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে ফেসবুক গ্র‌ুপে যুক্ত থাকুন: মুক্ত ক্যাম্পাস গ্রুপ

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধতাহাজ্জুদ নামাজে মুমিনের মর্যাদা বৃদ্ধি পায়
পরবর্তী নিবন্ধডিজিটালি বিচার কার্যক্রম চালাতে অধ্যাদেশ জারি