চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক
বুধবার, ১৯ আগস্ট ২০২০ | ৭:১২ পূর্বাহ্ণ

অ্যাটলেটিকো মাদ্রিদকে বধ করা আরবি লাইপজিগ’র আরেকটি রূপকথা লেখা হলো না। সেমিফাইনাল অভিজ্ঞ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কাছে ৩-০ গোলে হেরে গেল জার্মান ক্লাবটি। এদিকে, প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করলো পিএসজি।

লিসবনে গোটা ম্যাচে দাপট দেখিয়েছে পিএসজি।

ষষ্ঠ মিনিটে দুর্দান্ত সুযোগ নষ্ট হয় নেইমারের। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে শুধু লাইপজিগ গোলরক্ষক পিটার গুলাকসিকে পেয়েও ব্যর্থ হন তিনি। তার শট দূরের পোস্টে আঘাত করে। পরের মিনিটে জার্মান ক্লাবের জালে বল ঢুকেছিল।

কিন্তু নেইমারের হ্যান্ডবলের কারণে গোলদাতার খাতায় নাম লিখতে পারেননি এমবাপ্পে, রেফারি গোল বাতিল করে দেন। তবে স্বস্তির গোলের দেখা পিএসজি পায় ১৩ মিনিটে। আনহেল দি মারিয়ার ফ্রি কিক থেকে মারকুইনহোসের দুর্দান্ত হেডে ১-০ হয় স্কোর।
তবে বিরতিতে যাওয়ার আগেই পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। লাইপজিগের গোলকিপার বল ক্লিয়ার করলে নেইমার তা দখল করেন এবং বল বাড়িয়ে দেন দি মারিয়ার দিকে।

আর্জেন্টাইন প্লেমেকার চ্যাম্পিয়নস লিগের মঞ্চে তার ২১তম গোল করতে ভুল করেননি।

বিরতি পর ৫৬ মিনিটে আবারও প্রতিপক্ষের শিবিরে হানা দেয় পিএসজি। দি মারিয়ার ক্রস থেকে হুয়ান বার্নাটের হেড গুলাকসির হাতে লেগে জাল খুঁজে নেয়।

আগামী রবিবারের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ কিংবা লিওঁ, বুধবার হবে দ্বিতীয় সেমিফাইনাল।

মুক্ত ক্যাম্পাস/এসপি

পূর্ববর্তী নিবন্ধইউপি চেয়ারম্যানের দুর্নীতির সংবাদ প্রকাশ, সাংবাদিক জাহানকে হত্যার হুমকি
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্ট হলে ইরানের পরমাণু সমঝোতাকে শক্তিশালী করব : বাইডেন