চীনের মেডিকেল বিশেষজ্ঞ দল ঢাকায়

অনলাইন ডেস্ক
সোমবার, ০৮ জুন ২০২০ | ৩:১৬ অপরাহ্ণ

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঢাকায় পৌঁছেছে চীনের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল।

আজ সোমবার (৮ জুন) বেলা ১১টায় চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এইচইউ-৪৫১) তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ অন্যরা।

এর আগে গত ৩ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীন দূতাবাস জানায়, দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।

এ সময়ে তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।

গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে করোনা মোকাবিলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শেখ হাসিনা এতে সম্মতি জানান। দুপক্ষের আগ্রহের ভিত্তিতে চীনের প্রতিনিধি দলটি বাংলাদেশে এলো।

মুক্ত ক্যাম্পাস/এসএম

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩৫
পরবর্তী নিবন্ধমানুষের জন্য কাজ করলেও দেখি বিপদ: সুভাষ