অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | ৬:০৮ অপরাহ্ণ | 245 বার পঠিত
৪ দিনেরচার দিনের রিমান্ডে বিতর্কিত পরীমনি রিমান্ডে পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি এর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

রবিবার (২৯ আগস্ট) উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।

গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন।

গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
ওইদিনই রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে একটি সাদা মাইক্রোবাসে করে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে করে বনানী থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এর পর র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
এর পর তাকে আদালতে হাজির করলে প্রথমে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এমনকি এলএসডি ও আইসও সেবন করতেন তিনি। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। বাসায় নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

যা বললেন আইনজীবী :

পরিমনির আইনজীবী মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা আদালতকে বলেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় পরীমণি প্রিভিলেজ পাবে। আসামি চিত্রনায়িকা পরীমণি একজন নারী। তার মান-সম্মান রয়েছে, এছাড়া তার বেশ কয়েকটি সিনেমা নির্মাণ-প্রক্রিয়াধীন রয়েছে। পরিচালকদের সাথে কনট্রাক্ট রয়েছে। সিডিউল ফেঁসে যাচ্ছে। এ মামলার তথ্যগত কোনও প্রমাণ এখন পর্যন্ত তার বিরুদ্ধে আসেনি।

দেশে আইনের শাসন রয়েছে। আদালতের ওপর আস্থা রাখতে হবে। তার বিরুদ্ধে আইস এলএসডি উদ্ধারের মামলাও রয়েছে। জামিন শুনানি নিয়ে হাইকোর্টের রুল পাওয়ায় নিম্ন আদালত পদক্ষেপ নিয়েছে। সে কারণেই আজ জামিন মঞ্জুর হয়েছে।

এদিকে, জামিন শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি বলেন, জামিন পাওয়া একটা অধিকার। তবে আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত যেটা ভাল মনে করেছেন সেই আদেশ দিয়েছেন। এতে আমাদের কিছু করার নাই।

আবদুল্লাহ আবু বলেন, আমরা আদালতকে বলেছি পরীমণির বাসায় মাদকসহ অন্যান্য জিনিসপত্র পাওয়া গিয়েছে। বর্তমানে মাদক খুবই ভয়াবহভাবে বাংলাদেশে বিস্তার করেছে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ অবস্থায় তাকে জামিন দেওয়া ঠিক হবে না।

তিনি আরও বলেন, যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা, তিনি বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করছেন। তিনি অভিনয় করতে না পারলে, সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এই দিকগুলো বিবেচনা করে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ৮৬ মৃত্যু, শনাক্ত ৩,৩৫৭
পরবর্তী নিবন্ধযবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোষ্ট হলেন ড. জাহিদ