চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ | ৫:১০ অপরাহ্ণ

চোখের ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।

আজ শুক্রবার দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা হন মন্ত্রী।

চোখের চিকিৎসার জন্য এর আগে গত জুলাই মাসে লন্ডনে গিয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু করোনা ভাইরাস মহামারীর কারণে ‘উদ্ভূত বিভিন্ন জটিলতায়’ সে সময় তিনি যথাযথভাবে চিকিৎসা নিতে পারেননি।

সে কারণে এখন তার ফলোআপ চিকিৎসা জরুরি হয়ে পড়েছে জানিয়ে অর্থমন্ত্রণালয় বলেছে, আগামী ১৬ অক্টোবর এমিরেটসের একটি ফ্লাইটে অর্থমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরোনা শেষে বিদ্যালয়ে ফিরবে না অনেক শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধকরোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ১৩৯৬