চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

চবি প্রতিনিধি
রবিবার, ০৭ নভেম্বর ২০২১ | ৬:৪৮ পূর্বাহ্ণ | 114 বার পঠিত
চবি ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বেন ৪০ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার ৬ দিন পর প্রকাশিত এই ফলাফলে পাস করেছে ১০ হাজার ৩০১ শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থীর ২৮ দশমিক ১৩ শতাংশ। নূন্যতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছে ২৬ হাজার ৩২৩ জন শিক্ষার্থী। যা মূল পরীক্ষার্থীর ৭২ দশমিক ৮৭ শতাংশ।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

শনিবার (৬ নভেম্বর) রাতে এ ফল প্রকাশ করা হয়। একইসঙ্গে ডি-১ ইউনিটের ফলও প্রকাশ করা হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর চার শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

‘ডি’ ইউনিটের ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ৩৬ হাজার ৬২৪ জন পরীক্ষর্থীর মধ্যে ১০ হাজার ৩০১ জন উত্তীর্ণ হয়েছেন। বাকিরা নূন্যতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ১০৩ দশমিক ৫০।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধকৃষি গুচ্ছের ২য় সিলেকশন রেজাল্ট প্রকাশিত
পরবর্তী নিবন্ধপ্রকৌশল গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড চলছে, পরীক্ষা শনিবার