চবিতে ঘোরাফেরা সীমিতের নির্দেশ, থাকছে আইনানুগ ব্যবস্থা

চবি প্রতিনিধি:
সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ২:৩১ অপরাহ্ণ
চলতি বছরেই চবির পঞ্চম সমাবর্তন!

করোনার দ্বিতীয় ঢেউয়ের পূর্ব সতর্কতা হিসেবে ক্যাম্পাসে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি সীমিত করার নির্দেশ জারি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রবিবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। নির্দেশ অমান্য করলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে এতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করােনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় এবং করােনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত সকলের স্বাস্থ্য নিরাপত্তা বিধানকল্পে ক্যাম্পাসে অপ্রয়োজনীয় ঘােরাফেরা সীমিতকরণ, বিশ্ববিদ্যালয় চলাচলকালে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করা এবং দোকান (ফার্মেসি ব্যতীত) ও চা স্টলসমূহ রাত সাড়ে ৮টার মধ্যে বন্ধ করার জন্য আদেশক্রমে নির্দেশ প্রদান করা হলাে। এ নির্দেশ অমান্য করলে প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযােগিতা কামনা করে।

পূর্ববর্তী নিবন্ধ‘দেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনীতি সচল রয়েছে’
পরবর্তী নিবন্ধ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ