চবিতে জুম অ্যাপে ৮৮ ক্লাসে অনলাইন পাঠদান শুরু

চবি প্রতিনিধি:
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ | ১:২৫ পূর্বাহ্ণ | 173 বার পঠিত
চলতি বছরেই চবির পঞ্চম সমাবর্তন!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম দিনের অনলাইন ক্লাসে বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটে ৮৮ টি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে ৬০-৯০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কয়েকটি অনুষদের ডিন। অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপস ব্যবহার করে এ অনলাইন ক্লাসে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে, দুর্বল ইন্টারনেট সংযোগ, শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডিভাইসের অভাব, আর্থিক সমস্যা- এমন নানা সমস্যার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দেশের প্রসিদ্ধ এই বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বঘোষিত সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদভুক্ত ৪৮টি বিভাগ ও ৬টি ইনিস্টিটিউটের প্রায় সব বিভাগেই অনলাইনে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত মোট ৮৮টি ক্লাস সম্পন্ন হয়। এতে উপস্থিতির হার মোটামুটি সন্তোষজনক।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, বিজ্ঞান অনুষদ থেকে প্রায় সব বিভাগ অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের উপস্থিতি হার প্রায় ৯০ শতাংশ। আমার বিভাগে প্রথম বর্ষে ক্লাস নিয়েছি ৯৬ জন শিক্ষার্থী উপস্থিতি ছিল।

চবিতে জুম অ্যাপে ৮৮ ক্লাসে অনলাইন পাঠদান শুরু

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ বলেন, অনলাইন ক্লাস কেবলমাত্র শুরু হলো। খবর পাচ্ছি প্রায় সব বিভাগের পুরোদমে ক্লাস নেওয়া শুরু করছে। আমিও আমার বিভাগে ক্লাস নিয়েছি। প্রথমদিকে প্রায় ৬০-৭০ শতাংশ শিক্ষার্থী উপস্থিতি ছিল।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অনলাইন ক্লাসে প্রায় সকল অনুষদ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা এ অনলাইন ক্লাসের মাধ্যমে কাটিয়ে উঠা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. শিরীণ আখতার।

মুক্ত ক্যাম্পাস/তামিম/জেডআর

পূর্ববর্তী নিবন্ধজাবিতে পরবর্তী বর্ষের ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধচাকরিতে প্রবেশের বয়স ৩৫-৪০ বছর করা যেতে পারে: পরিকল্পনামন্ত্রী