চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চলছে অংকন একাডেমির চিত্র প্রদর্শনী

মো. ফোরকান রাসেল, চট্টগ্রাম
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ | 666 বার পঠিত

শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ২৭শে আগস্ট থেকে ৪দিন ব্যাপী অংকন একাডেমির ১৮তম বার্ষিক চিত্র প্রদর্শনী। অংকন একাডেমির শিক্ষার্থীদের অংকন করা চিত্রের মধ্য থেকে ১৩৫ জনের ১৩৬ টি চিত্র নিয়ে প্রতি বছরের ন্যায় এই প্রদর্শনী আয়োজন করেন অংকন একাডেমির পরিচালক শিল্পী সঞ্জিত রায়।

ছবি: ফোরকান রাসেল

২৭শে আগস্ট প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সৌমেন দাশ।

ছবি: ফোরকান রাসেল

চিত্রে ফুটে উঠেছে আবহমান বাংলাদেশের প্রকৃতি তথা বিল, নদ নদী, মানুষের প্রতি মানুষের মায়া মমতা ভালোবাসা, পশুপাখি সহ বিভিন্ন চোখ ও মন জুড়ানো দৃশ্য।

ছবি: ফোরকান রাসেল

এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা দেখতে পাচ্ছে গ্রামাঞ্চলের হারিয়ে যাওয়া সেসব চিত্র যা দেখলে হৃদয় জুড়ায় সবার আর ফিরে যেতে মন চাই এমন গ্রামাঞ্চলে।

ছবি: ফোরকান রাসেল

প্রদর্শনী দেখতে আসা আজিজুল্লাহ মিফতাহ্ বলেন ‘সঞ্জিত স্যারের অংকন একাডেমির বার্ষিক এই প্রদর্শনীর অপেক্ষায় থাকি সারাবছর। উনার প্রদর্শনী হয় ব্যতিক্রম। যা গ্রামবাংলা থেকে শুরু করে বাদ্যযন্ত্র সহ সব চিত্রে ফুটে তুলেন অংকন একাডেমির শিক্ষার্থীদের মাধ্যমে সঞ্জিত রায় ‘

ছবি: ফোরকান রাসেল

প্রদর্শনীটি প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। যা চলবে ৩০শে আগস্ট ২০১৯ পর্যন্ত।

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধশান্তিপূর্ণ রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অব্যাহত সহায়তা চাইলেন রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধগাড়ির ব্যাটারি নিয়ে কথা কাটাকাটির জেরে চালক খুন