চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ১৯ অক্টোবর

চবি প্রতিনিধি
রবিবার, ১০ অক্টোবর ২০২১ | ১১:১১ অপরাহ্ণ
চবি ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বেন ৪০ শিক্ষার্থী

শিক্ষার্থীদের অন্তত এক ডোজ করোনার টিকা নেওয়া সাপেক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে।

আজ রবিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৯ অক্টোবর থেকে সব বিভাগে সশরীরে ক্লাস শুরু হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন করা হয়েছিল। জরুরি ভিত্তিতে হয়তো পাঁচ থেকে সাত হাজার টিকা পাবো। হাটহাজারী বা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে এগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। বিশ্ববিদ্যালয় খোলার আগে সবার টিকা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হওয়ায় ওইদিনের ঈদ-ই-মিলাদুন্নবীর ছুটি পরের দিন ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধ১৭ বছর পর চাকরি স্থায়ী হলো ৭৮৬ শিক্ষক-কর্মকর্তার
পরবর্তী নিবন্ধরাবি ভর্তি পরীক্ষা : এ ইউনিটের ফল প্রকাশ