চট্টগ্রামে আজ বৃহস্পতিবার ৬১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | ১১:৪৫ অপরাহ্ণ | 371 বার পঠিত
চট্টগ্রামে সব শপিংমল ও মার্কেট ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৬১ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১ জন নগরের ও ১০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। ফলে চট্টগ্রামে মোট করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭৩ জনে।

গত ২৪ ঘন্টায় ৪টি ল্যাবে ৪২৪ টি নমুনা পরীক্ষা করে মোট ৭৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬১ জন চট্টগ্রাম জেলার। বাকি ১৫ জন ভিন্ন জেলার।

বৃহস্পতিবার (১৪ মে ) রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৩ টি পজিটিভ আসে। মহানগরসহ চট্টগ্রামে মোট ২৯টি পজিটিভ। যার মধ্যে মহানগরের ২৬ জন, উপজেলার ৩ জন আছেন। এছাড়া ভিন্ন জেলায় ৪ জন রয়েছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে (সিভাসু) ৭১ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ টি পজিটিভ। চট্টগ্রাম জেলায় ৬ জন, সবাই পটিয়া উপজেলার বাসিন্দা। এছাড়া সিভাসুর ল্যাবে ভিন্ন জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ টি নমুনা পরীক্ষা করা হয় বৃহস্পতিবার। এরমধ্যে চট্টগ্রামের ২৬ টি পজিটিভ। মহানগর এলাকায় ২৫ টি ও উপজেলায় ১ টি।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩০টিই নেগেটিভ এসেছে।

প্রিয় পাঠক, দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে ফেসবুক গ্র‌ুপে যুক্ত থাকুন: মুক্ত ক্যাম্পাস গ্রুপ

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধকরোনার উৎপত্তি গবেষণাগারে, দাবি ভারতীয় মন্ত্রীর
পরবর্তী নিবন্ধঅধ্যাপক আনিসুজ্জামান করোনায় আক্রান্ত ছিলেন