চট্টগ্রামে ১৮ জন নতুন শনাক্ত, ১ জনের মৃত্যু

ফোরকান রাসেল, চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৭ মে ২০২০ | ১১:৩৩ অপরাহ্ণ | 606 বার পঠিত

চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করে আরও ১৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে নগরের সাগরিকার বাসিন্দা একজন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (৭ মে) রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বৃহস্পতিবার বিআইটিআইডিতে ১৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ১৯ জনের। এর মধ্যে ১৮ জন চট্টগ্রামের, একজন নোয়াখালী জেলার। চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন নগরের, বাকি চারজন বিভিন্ন উপজেলার।

আক্রান্তদের মধ্যে রয়েছেন আকবরশাহ এলাকার ১ জন, হালিশহর এলাকার ২ জন, লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ১ জন, সাগরিকার ১ জন (মৃত), দক্ষিণ নালাপাড়ার ১ জন, এনায়েত বাজারের ২ জন, নগরের ঈদগাহ এলাকার ২ জন, রাহাত্তারপুল এলাকার ১ জন, পাঁচলাইশ ১ জন, শুলকবহর ১ জন, কোতোয়ালী ১ জন, কর্ণেলহাট এলাকার ১ জন রয়েছেন।

এনিয়ে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে।

প্রিয় পাঠক, দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে ফেসবুক গ্র‌ুপে যুক্ত থাকুন: মুক্ত ক্যাম্পাস গ্রুপ

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
পরবর্তী নিবন্ধনগরে আগুন লাগলে দেবালয় কি অক্ষত থাকে!