চট্টগ্রামে সব শপিংমল ও মার্কেট ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শনিবার, ০৯ মে ২০২০ | ৩:৫১ অপরাহ্ণ | 375 বার পঠিত
চট্টগ্রামে সব শপিংমল ও মার্কেট ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চট্টগ্রামে সব শপিংমল ও মার্কেট ৩১ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। মার্কেটের পাশাপাশি ফুটপাতে কোনও হকার বসতে পারবে না বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।

আজ শনিবার (৯ মে ) দুপুরে পুলিশ কমিশনারের সাথে দোকান মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে আরও জানানো হয়, অনলাইনে ক্রেতারা তাদের কেনাকাটা করতে পারবেন।

দোকান মালিক সমিতির নেতারা জানান, গুটিকয়েক শপিং মল স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার পক্ষে মত দিলেও, বেশিরভাগ মালিক এর বিপক্ষে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় ব্যবসায়ী নেতারা জাকাতের কাপড় পাইকারি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য হোম ডেলিভারি চালু রাখা এবং ফুটপাতে ঈদ বাজার বন্ধের দাবি জানান।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, চট্টগ্রামের সব শপিং সেন্টারের মতো টেরিবাজারও বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আমরা শুধু জাকাতের কাপড় গুদাম থেকে ট্রাকে ক্রেতাদের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেছি।

তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, চট্টগ্রামের সব শপিং সেন্টার ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতারা। রিয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেন, টেরিবাজারসহ সব বিপণিকেন্দ্র বন্ধ থাকবে।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বন্ধকালীন নগরের সব বাজার ও বিপণিকেন্দ্রের নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন।

প্রিয় পাঠক, দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে ফেসবুক গ্র‌ুপে যুক্ত থাকুন: মুক্ত ক্যাম্পাস গ্রুপ

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/এমআর

পূর্ববর্তী নিবন্ধভোলায় মার্কেট খোলা রাখার বিষয়ে জেলা পুলিশের বিশেষ নির্দেশনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেলে করোনা পরীক্ষার ল্যাব চালু হল আজ