চট্টগ্রামে করোনা আক্রান্তের রেকর্ড, একদিনে শনাক্ত ৫৯

ফোরকান রাসেল, চট্টগ্রাম
শুক্রবার, ০৮ মে ২০২০ | ৩:২৬ অপরাহ্ণ | 704 বার পঠিত

বন্দরনগরী চট্টগ্রামে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) দিনকে দিন ঘনীভূত হচ্ছে শঙ্কা আর আতঙ্ক রূপে। টানা পাঁচদিন ধরে ক্রমাগতভাবে বাড়তে থাকা সংক্রমণ এক লাফেই ৫৯ জনে পৌঁছল। বৃহস্পতিবারের আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক সঙ্গেই শনাক্ত হয়েছেন ৫৯ জন রোগী। এর মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিন ৬১টি নমুনা পরীক্ষায় ৪০ জনেরই করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রামে করোনা আক্রান্তের রেকর্ড মানুষের মাঝে বেশ উদ্বেগের জন্ম দিয়েছে। দিন দিন চট্টগ্রামে করোনা আক্রান্তের হার বেড়ে যাচ্ছে বলে চট্টগ্রাম সিভিল সার্জন থেকে বলা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ মে ) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয় ১৯ জনের।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিন ৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে মোট ৪০ জনের। যা চট্টগ্রামে এযাবৎ কালের করোনা শনাক্তের রেকর্ড। এছাড়া কক্সবাজারে চট্টগ্রামের লোহাগাড়ার এক রোগীর করোনা শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার একদিনেই চট্টগ্রামে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভাসুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাতকানিয়ায় ৭, সীতাকুণ্ড ৫, হাটহাজারী ১, বোয়ালখালী ১, সাগরিকা ( অলংকার) ১, বহদ্দারহাট ১, হালিশহর৩, কসমোপলিটন ১, আগ্রাবাদ ১, মেহেদীবাগ ১, বাকলিয়া ৪ নাসিরাবাদ ১, মোগলটলী ১, ইপিজেড ২, সরাইপাড়া ১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ( কক্সবাজার ) ১, ফিরিঙ্গীবাজার ১, দামপাড়া ১, আইসফ্যাক্টরী ( কোতোয়ালী) ১, মীর্জাপুল ১, সদরঘাট ১, আম বাগান রেলওয়ে কলোনী ১, সাগরিকা (কাজিরদীঘি) ১, সিএসসিএইচ(CMCH) ১ জন।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী শনাক্ত ১৯৭ জন। এ নিয়ে চট্টগ্রামে এক শিশুসহ মোট ১৪জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া আইসোলেশনে এখন পর্যন্ত মারা গেছেন ছয়জন। মৃত্যুর পর তাদের মধ্যে পাঁচজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়।

এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩২ জন। যাদের মধ্যে পাঁচ পুলিশ সদস্যও রয়েছেন। বর্তমানে ১৭৭ জন রোগী আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২০৩ জন।

প্রিয় পাঠক, দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে ফেসবুক গ্র‌ুপে যুক্ত থাকুন: মুক্ত ক্যাম্পাস গ্রুপ

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/এমআর

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মৃতের সংখ্যা বেড়ে ২০৬, শনাক্ত আরও ৭০৯
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৯ শপিংমল খুলছে না ঈদের আগে, বাকিগুলোর সিদ্ধান্ত কাল