চট্টগ্রামের বোয়ালখালীতে করোনা ও রমজানের উপহারসামগ্রী দিলো বোয়ালখালী-০৭০৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৭ মে ২০২০ | ৮:৫৪ অপরাহ্ণ | 353 বার পঠিত
বোয়ালখালীতে রমজানের উপহারসামগ্রী দিল বোয়ালখালী-০৭০৯

বিশ্বব্যাপী আঘাত হেনেছে করোনা ভাইরাস কোভিড-১৯। যার ফলে ইতিমধ্যে আড়াই লক্ষের বেশি মানুষ মারা গেছে আর এই ভাইরাসে আক্রান্ত হয়েছে সাড়ে ৩৮ লাখের বেশি মানুষ। পৃথিবীব্যাপী বেশিরভাগ দেশে চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে কোটি কোটি মানুষ।

বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে দেশে ২০০ জনের কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে বার হাজারের বেশি মানুষ। চলছে লকডাউন প্রায় দেড়মাস ব্যাপী। দেশের প্রতিটি অঞ্চলের মানুষ কর্মহীন হয়ে ঘর বন্দী। এর মধ্যে শুরু হয়েছে ইসলাম ধর্মালম্বীদের পবিত্র মাস মাহে রমজান। রোজা পালনের মাধ্যমে মানুষ আল্লাহর সন্তুষ্টি আদায় করে এই মাসে বেশি বেশি।

বোয়ালখালীতে রমজানের উপহারসামগ্রী দিল বোয়ালখালী-০৭০৯এমতাবস্থায় বন্ধুর সাথে বন্ধুর পথ পাড়ি দেব হোক শপথ নিয়ে SSC 2007 And HSC 2009 Bangladesh এর ফেসবুক গ্রুপ কে কেন্দ্র করে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ সালে পাশ করা দেশের প্রত্যন্ত অঞ্চলের বন্ধুবান্ধবীরা এক হয়ে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ০৭০৯ বন্ধুবান্ধবীরা বোয়ালখালীর তাদের গরীব কর্মহীন ব্যাচমেট ও এলাকার মানুষদের হাতে করোনা ও রমজানের উপহার সামগ্রী গোপনীয়তা রক্ষা করেই বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে।

বোয়ালখালী-০৭০৯ উপহারসামগ্রী আয়োজকদের সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান রাসেল, সাদ্দাম হোসেন ও মোঃ পারভেজ চৌধুরী বলেন, তারা বোয়ালখালীর ০৭০৯ ব্যাচমেটদের সহযোগীতায় অর্থ সংগ্রহ করছে। প্রবাসী বন্ধুরাও তাদের আর্থিক সহযোগিতা করে যাচ্ছে।

প্রথম পর্যায়ে আজ বৃহস্পতিবার (৭ মে) ৬০ পরিবারের হাতে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ময়দা, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লবণ-এই উপহারসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে বোয়ালখালীর ইউনিয়ন ভিত্তিক তালিকাভুক্ত পরিবারের কাছে।

বোয়ালখালীর ০৭০৯ বন্ধুদের এমন সমর্থনে আগামীতেও মানুষের প্রয়োজনে সবসময় সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিবে বলে আশা প্রকাশ করেছে।

মানুষের প্রতি এভাবে হাত বাড়িয়ে দেওয়াকে তারা মানুষের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ মনে করেন।
সমাজের সকল প্রকার বিত্তবানদের মানুষের তরে এভাবে এগিয়ে আসার জন্য তারা অনুরোধ করে।

সামগ্রিক করোনা ও রমজানের উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেছেন তাসনিম, তাহের, ইমন, মোর্শেদ, টিপু, টিটু, চয়ন, সাজ্জাদ সহ আরও অনেক ব্যাচমেট বন্ধু।

প্রিয় পাঠক, দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে ফেসবুক গ্র‌ুপে যুক্ত থাকুন: মুক্ত ক্যাম্পাস গ্রুপ

মুক্ত ক্যাম্পাস/ফোরকান/এমআর

পূর্ববর্তী নিবন্ধরেমডেসিভির তৈরি হবে ভারতে, গিলিয়াডের সঙ্গে আলোচনা
পরবর্তী নিবন্ধজার্মানিতে করোনায় মৃত্যু ৭ হাজার ছাড়াল