চকরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ৪:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই চালক নিহত এবং বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়ার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চকরিয়া থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের একটি যাত্রীবাহি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় বাস ও ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যায়। আহত হয় বাসের ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

মুক্ত ক্যাম্পাস/এসআর

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীর নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য: এরদোগানকে সতর্ক করলো ভারত
পরবর্তী নিবন্ধডুয়েটে শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ অনুষ্ঠিত