৭০ হাজার গৃহহীন পরিবার পেল পাকা বাড়ি

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১ | ১১:৩০ পূর্বাহ্ণ
৭০ হাজার গৃহহীন পরিবার পেল পাকা বাড়ি

মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৪৯২টি উপজেলার প্রায় ৭০ হাজার পরিবার কে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেন তিনি।

এ সময় লাইভে সংযুক্ত ছিল- খুলনার ডুমুরিয়া উপজেলা, চাপাইনবাবগঞ্জ সদর, নীলফামারীর সৈয়দপুর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন। পাশাপাশি, দেশের সব উপজেলাই অনলাইনে এ অনুষ্ঠানে যুক্ত হয়েছে।

গৃহহীনদের জন্য নির্মিত বাড়িগুলোতে দুটি করে থাকার ঘর, একটি করে টয়লেট, রান্নাঘর ও বারান্দা রয়েছে। সব বাড়ি একই নকশায় তৈরি করা হয়েছে। এতে থাকছে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। এ ছাড়া বাড়ি বরাদ্দপ্রাপ্তদের কর্মসংস্থানে প্রশিক্ষণ ও ঋণসুবিধাও চালু করবে সরকার।

‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান নীতিমালা-২০২০’ অনুযায়ী সারাদেশে আট লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারকে বসতবাড়ি দেওয়া হবে। জেলা প্রশাসকদের করা তালিকা অনুযায়ী, দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৩৬১। জমি আছে কিন্তু ঘর নেই- এমন পরিবারের সংখ্যা পাঁচ লাখ ৯২ হাজার ২৬১।

মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯টি পরিবারকে দুই শতক সরকারি খাসজমিতে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া তিন হাজার ৭১৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত চলমান মুজিববর্ষে সারাদেশের ৬৪টি জেলার তৃণমূল পর্যায়ে তালিকা করে ছিন্নমূল ও দুস্থ পরিবারকে এ ধরনের বিশেষ ঘর দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমহামারির অভিজ্ঞতায় বাংলাদেশে শিক্ষা সংস্কারের তাগিদ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীরাই ইডিইউকে তুলে ধরছে বিশ্বমঞ্চে : উপাচার্য