গুচ্ছ ভর্তি পরীক্ষা: কুবি কেন্দ্রে উপস্থিতি ৯৪%

কুবি প্রতিনিধি:
শনিবার, ১৩ আগস্ট ২০২২ | ৪:০৪ অপরাহ্ণ
কুবিতে গুচ্ছ বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ মোট ৪ টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির বি ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কুবি গুচ্ছ বি ইউনিটে উপস্থিতি হার ৯৪.০৮ শতাংশ। আজ শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১ টায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা দেয় ৪,৯৯৮ জনের ৪৭০২ জন। অনুপস্থিত ছিলেন ২৯৬ জন।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৫২৩ জনের মধ্যে ৯৯ জন। ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৯০০ জনের মধ্যে ৫০ জন, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৭০০ জনের মধ্যে ৪২ জন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৭৫ জনের মধ্যে ১০৫ জন।

কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, সকল কেন্দ্রেই সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। এই কেন্দ্র গুলো হল: কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যান্টনমেন্ট কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।

নুসরাত জাহান লিজা নামে এক পরীক্ষার্থী বলেন, ‘পরীক্ষার পরিবেশ ঠিক ছিল। কোন সমস্যা হয়নি। সিলেবাস অনুযায়ী প্রশ্ন হয়েছে, স্টান্ডার্ড ছিলো।’

মোহাম্মদ জিলানী নামে এক পরীক্ষার্থী বলেন, ‘ পরীক্ষার হলে কোন সমস্যা হয়নি। প্রশ্নও ঠিকঠাক ছিলো তবে সাধারণ এর প্রশ্ন তুলনামূলক কঠিন ছিলো তবে মানসম্মত ছিলো।’

গুচ্ছ ভর্তি পরীক্ষা: কুবি কেন্দ্রে উপস্থিতি ৯৪%

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আবদুল মঈন বলেন, ‘আমি সবগুলো হল পরিদর্শন করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রগুলোতেও পরীক্ষার পরিবেশ ভাল ছিল। সুষ্ঠু পরীক্ষা গ্রহণ ও জালিয়াতি প্রতিরোধে আমরা সতর্ক ছিলাম। প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা ছিল। ম্যাজিস্ট্রেট ও পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বের প্রতি আন্তরিক ছিল বলেই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সামনের পরীক্ষাতে আমরা আরও সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করবো।’

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ‘আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া ছিলো। তাই কোন সমস্যা হয়নি। সবগুলো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিলো, সব মিলিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্র থেকে কোন প্রকার অভিযোগ আসেনি। ‘

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর ২০ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধগুচ্ছের বি ইউনিট আসন বিন্যাস ২০২২ প্রকাশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটের আসন বিন্যাস ২০২২