গুগলে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে সাকিবকে

মুক্ত ক্যাম্পাস ডেস্ক
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ | ৭:৫১ পূর্বাহ্ণ

ভারতীয় জুয়াড়ির প্রস্তাব গোপন করার কারণে আইসিসি থেকে নিষিদ্ধ হন তিনি।  সাজা পাওয়ার আগে পরে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা ছিল।

বছরজুড়েই নানা কর্মকাণ্ডে সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন সাকিব। এসবের ফলে স্বাভাবিকভাবেই এ বছর গুগলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে তাকে নিয়ে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিন গুগল ধারাবাহিকভাবে বছর শেষে তাদের অনুসন্ধানের তালিকায় শীর্ষে থাকা ব্যক্তি, বিষয়বস্তুসহ বিভিন্ন ক্যাটাগরির তালিকা প্রকাশ করা হয়।

এবার দেশভিত্তিক সে তালিকায় বাংলাদেশ থেকে ব্যক্তি তালিকায় অনুসন্ধানে শীর্ষে আছেন সাকিব আল হাসান।বাংলাদেশ থেকে অনুসন্ধানের ভিত্তিতে সেরা দশের তালিকায় আছেন আরো চারজন ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিথুন ও মুশফিকুর রহিম। বিষয়ভিত্তিক অনুসন্ধানের তালিকায় শীর্ষস্থানে আছে বাংলাদেশ বনাম ভারতের বিষয়।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধআসামে কারফিউ ভেঙে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৩
পরবর্তী নিবন্ধব্যাপক বিক্ষোভের মধ্যেই নাগরিকত্ব বিলে ভারতের রাষ্ট্রপতির সই