গুগলে চাকরির অফার পেলেন ফাতিমা তাসনিম

এমসি রিপোর্ট
শনিবার, ০৭ আগস্ট ২০২১ | ৯:৫৩ অপরাহ্ণ | 2303 বার পঠিত
গুগলে চাকরির অফার পেলেন ফাতিমা তাসনিম

টেক জায়ান্ট গুগলের মতো বিশ্বখ্যাত কোম্পানিতে চাকরি করা অনেকের কাছে স্বপ্ন। গুগলে চাকরির অফার পেয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের এক শিক্ষার্থী। প্রতিবছরই গুগল, মাইক্রোসফট, আমাজন ইত্যাদি বিশ্বসেরা প্রতিষ্ঠানে চাকরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের।

ফাতিমা তাসনিম নামে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী গুগল থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির অফার লেটার পেয়েছেন। সম্প্রতি গুগল থেকে এই অফার পেয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গুগলে চাকরির অফার পেলেন ফাতিমা তাসনিম

আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাতিমা তাসনিম বিশ্বের বৃহত্তম টেক কোম্পানি গুগল থেকে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকুরির অফার লেটার পেয়েছেন। তার এই অর্জনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং উপাচার্য অধ্যাপক ডক্টর এম এম শহিদুল হাসান অভিনন্দন জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আবির হাসান বাংলাদেশ থেকে একমাত্র বেসরকারি পিএইচডি আবেদনকারী হিসেবে পিএইচডির জন্য প্রাইম মিনিস্টার ফেলোশিপে পুরষ্কৃত হয়েছেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার পিএইচডি সম্পন্ন করবেন।

তাছাড়া অর্থনীতি বিভাগের আরেকজন শিক্ষার্থী মো. নাজমুল খান যুক্তরাষ্ট্র সরকারের ফুল ব্রাইট স্কলারশিপের আওতায় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের এসব অর্জনেও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিক ফুটবলে টানা দ্বিতীয়বার স্বর্ণ জিতলো ব্রাজিল
পরবর্তী নিবন্ধজিপিএ-৫ এর লাগাম টেনে ধরতে আসছে নতুন কারিকুলাম