গাড়ির চালকদের চাবি কেড়ে নিচ্ছে শ্রমিকরা

জেলা প্রতিনিধি
বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | ১২:৪২ অপরাহ্ণ | 123 বার পঠিত

নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একদল পরিবহন শ্রমিক সড়কে অবস্থান নেয়।

পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে চলাচলরত গাড়ি আটকে দেয়। সেই সঙ্গে গাড়িগুলো থেকে যাত্রী ও চালকদের নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় তারা।

নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬টা থেকে কিছু শ্রমিক রাস্তায় এসে অবস্থান নেয়।

নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন কর্মস্থানে যাতায়াতরত সাধারণ মানুষ।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধ‘আমার বিরুদ্ধে অনুসন্ধান চালালে অনেক এমপি-মন্ত্রীর তো তাহলে যাবজ্জীবন হবে’
পরবর্তী নিবন্ধসলঙ্গায় লেগুনা চাপায় শিশু নিহত, আটক ১