গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানায় আগুন

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৯ | ৫:২১ অপরাহ্ণ
Fighters try to extinguish a wildfire near Cardigos village, in central Portugal on Sunday, July 21, 2019. About 1,800 firefighters were struggling to contain wildfires in central Portugal that have already injured people, including several firefighters, authorities said Sunday. (AP Photo/Sergio Azenha)

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। বৃহস্পতিবার বিকেল চারটায় এ আগুন লাগে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

পোশাক কারখানাটি টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধে অবস্থিত। কারখানাটির নাম এননটেক্স।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রোমেল বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস থেকে তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আশপাশে থাকা আরও কয়েকটা স্টেশনকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছে।

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধী ও সুস্থ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাজধানীতে মানবপাচার চক্রের তিন সদস্য আটক