গবেষণায় পুরস্কার পেলেন জাবির রসায়ন বিভাগের অধ্যাপক

জাবি প্রতিনিধি:
বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | ৮:৪৩ অপরাহ্ণ | 1280 বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা জার্মানির “Alexander von Humboldt Foundation”পুরস্কার লাভ করেছেন।

আজ বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয় -ফাউন্ডেশনের Research Group Linkage Programme এর আওতায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ /হ্রাসের লক্ষ্যে Reduction of carbon-di-oxide using metal catalyst শীর্ষক গবেষণার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উক্ত গবেষণা পুরস্কার লাভ করায় ড. মো. এনামউল্ল্যাকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা এবং জার্মানির বিখ্যাত Dusseldorf University এর অধ্যাপক ড. ক্রিস্টোফ ইয়ানিয়াক যৌথভাবে ওই গবেষণা প্রকল্প পরিচালনা করবেন। এই প্রকল্পের অধীনে ছাত্র-ছাত্রী ও গবেষকগণ উভয় দেশ পরিদর্শনের সুযোগ পাবেন। এছাড়া প্রকল্পের সর্বাধিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক মানের সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা রয়েছে।

মুক্ত ক্যাম্পাস/নাহরাইন/টিআর

পূর্ববর্তী নিবন্ধকমিউনিটি পুলিশিং সেল চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সংগঠক লক্ষ্মীপুরের বাপ্পী
পরবর্তী নিবন্ধচবিতে দৃষ্টিপ্রতিবন্ধীকে মারধর, ছাত্রলীগ কর্মী এক বছর বহিষ্কার