যশোরে গণপিটুনিতে নিহত ১

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০ | ১:৪০ অপরাহ্ণ | 102 বার পঠিত
যশোরে গণপিটুনিতে নিহত ১

যশোরে ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ইলিয়াস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আব্দুল্লাহ ওরফে আবুল (৩০) নামে আরও একজন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

যশোরে নিহত ইলিয়াস ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের ফজলু মিস্ত্রির ছেলে ও আহত আব্দুল মল্লিকপুর গ্রামের কালু মিয়ার ছেলে।

গরুর মালিক ইনসান আলী বলেন, রাত দেড়টা থেকে দুইটার মধ্যে আমার গোয়ালে থাকা একটি এঁড়ে, একটি গাভী ও একটি বকনা গরু চোরেরা নিয়ে যায়। সে সময় গরুর ডাক শুনে আমার মা গোয়ালে গিয়ে দেখেন সেখানে কোনও গরু নেই। তখন তিনি চিৎকার করে উঠলে আমরা জেগে উঠি।

এরপর আমার ভাইয়ের ছেলে পাশের মাঠে জমিতে পানি দেওয়া আত্মীয়দের জানালে তারা চোরদের ধরে ফেলে ও পিটুনি দেয় এবং গরু উদ্ধার করে।

ঝিকরগাছা থানার এসআই সিরাজুল ইসলাম জানান, গভীররাতে চোরেরা ঝিকরগাছা উপজেলার চন্দ্রপুর গ্রামের ইনসান আলী বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় দুই জনকে ধরে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইলিয়াস ও আব্দুল নামে দুই জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৩ জানুয়ারি ভোরে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগে গণপিটুনিতে তিনজন নিহত হন। সদর উপজেলার গাইদগাছি গ্রাম থেকে গরু চুরি করে পালাবার সময় তারা গণপিটুনির শিকার হন।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধকালিয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় ২ মামলা দায়ের
পরবর্তী নিবন্ধচবি ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল