খুলনা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলেছে

এমসি রিপোর্ট
সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | ৫:০৯ অপরাহ্ণ

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। এদিকে হল খোলার আনন্দে খুশি শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর আজ সকাল ১০ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও হোস্টেল খোলা হয়েছে।

প্রশাসনের দেয়া নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা তাদের হলের পরিচয়পত্র এবং অন্তত এক ডোজ টিকা গ্রহণের কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবে। হলগুলোতে শিক্ষার্থীদের ফুল, চকলেট ও মাস্ক দিয়ে বরণ করে নেওয়া হয়েছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনো কোনো হলে শিক্ষার্থীদের জন্য থাকছে বাড়তি আয়োজন।

এদিকে দেড় বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খোলা নিয়ে সব ধরণের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এরইমধ্যে প্রত্যেক আবাসিক হলেই সংস্কার ও মেরামতের কাজ করা হয়েছে। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে হাত ধোঁয়ার জন্য হলগুলোয় বসানো হয়েছে বেসিন।

এর আগে রবিবার খুলে দেয়া হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবগুলো আবাসিক হল। তবে তার জন্য শিক্ষার্থীদের হল কার্ড ও টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হয়।

এদিকে ২০ মাস পর রবিবার আবারও সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে শ্রেণিকক্ষে ফিরতে শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ করোনার টিকা নেয়া লাগবে। এতদিন পরে ক্যাম্পাসে ফিরে আনন্দিত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়গুলোও।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধইবিতে সশরীরে ক্লাস শুরু ২৫ অক্টোবর
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু