খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মাহমুদ হোসেন

এমসি রিপোর্ট
সোমবার, ২৪ মে ২০২১ | ৬:১৮ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মাহমুদ হোসেন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির ফরেস্ট্রি অ্যান্ড উড চেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মাহমুদ হোসেনকে আগামী ৪ বছরের জন্য এ দায়িত্ব দেয়া হয়েছে।

আজ সোমবার (২৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন-১৯৯০ এর ১১ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. মাহমুদ হোসেনকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ করা হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১৪৪১
পরবর্তী নিবন্ধমেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলে রিটের আদেশ কাল