খুবি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দেবে গ্রামীণফোন

রুবায়েত হোসেন, খুবি প্রতিনিধি
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ৯:৩১ অপরাহ্ণ
করোনায় পাঠদান অব্যাহত রাখতে খুবির যুগান্তকারী পদক্ষেপ

খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার সুবিধার্থে বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষ স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রামীনফোনের সঙ্গে আলোচনা করেছে। আলোচনা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদেরকে স্বল্পমূল্যে মাসব্যাপী ইন্টারনেট দেবে গ্রামীণফোন। এর জন্য আগ্রহী শিক্ষার্থীদেরকে গ্রামীণফোনের নিকট থেকে দশ টাকা মূল্যের একটি সিম ক্রয় করতে হবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উক্ত সিম ব্যবহারকারীরা ২২৫ টাকার বিনিময়ে ৩০ দিনে ৩০ জিবি ডাটা ব্যবহার করতে পারবে। এই ডাটা শুধুমাত্র একাডেমিক সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। এই সিম এর মাধ্যমে সরাসরি ডায়াল করে কথা বলা যাবে না।

এ সিম ক্রয় করতে আগ্রহীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা গুগল ডক ফর্মে ন্যাশনাল আইডি কার্ড/জন্মনিবন্ধনের স্ক্যান কপিসহ আগামী ২৪ তারিখের মধ্যে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, শিক্ষক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গ্রামীণফোনের সাথে স্বল্পমূল্যের ইন্টারনেটের ব্যাপারে আলোচনা করা হয়েছে।

টেলিটকের পাশাপাশি গ্রামীণফোনের এই উদ্যেগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে দৃঢ় ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২১, শনাক্ত ১৬১৫
পরবর্তী নিবন্ধনাসিরনগরে শিশুর লাশ উদ্ধার