চবি ছাত্রের নিজ উদ্যোগে ক্যাম্পাস পরিস্কার অভিযান

চবি প্রতিনিধি:
সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯ | ১০:২০ অপরাহ্ণ | 635 বার পঠিত
চবি ছাত্রের নিজ উদ্যোগে ক্যাম্পাস পরিস্কার অভিযান

‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়েছিলাম। সকাল ১০টায় শহিদ মিনার প্রাঙ্গন পরিস্কার করা হবে, আগ্রহীরা চলে আসতে পারেন। এখনও কেউ আসেনি, না আসলে আমি একাই শুরু করবো।’ ১০টা বাজতে তখনও কয়েক মিনিট বাকি। এভাবেই প্রথম আলাপটা শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ফোরকানুল আলমের সাথে। বলেন, ‘ময়লা যেহেতু করেছি আমরা, সুতরাং এই ময়লা পরিস্কারের দায়িত্বও আমাদের। আমার ক্যাম্পাস, পরিস্কারের দ্বায়িত্বও আমার।’

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. ইলিয়াস মিয়া’কে সাথে নিয়ে শহিদ মিনারের সিঁড়িতে পড়ে থাকা আবর্জনা পরিস্কার করতে শুরু করেন আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। পরে তাদের সাথে যোগ দেয় আরও তিন শিক্ষার্থী। ক্রমেই তারা শহিদ মিনার, বুদ্ধিজীবী চত্বর, জয় বাংলা ভাস্কর্যের পাশে পড়ে থাকা আবর্জনা অপসারণ করেন। অভিযান চলে দুপুর দেড়টা পর্যন্ত।

ফোরকানুল আলম বলেন, ‘নিজের ছবি খুব একটা তোলা হয়না। হটাৎ সেদিন ‘জয় বাংলা’ ভাস্কর্যের সামনে বন্ধুরা মিলে ছবি উঠি। কিন্তু, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো আপলোড দিতে গিয়ে একটা বিষয়ই মর্মপীড়া দিচ্ছিল, আমাদের অসচেতনতা বশত ফেলে যাওয়া ফেলনা কাগজের টুকরো, পরিত্যক্ত টিস্যু, চিপসের, চকলেটের, আচারের প্যাকেট, সিগারেটের প্যাকেট কিংবা ফিল্টার। যা শহিদ মিনার, জয় বাংলা ভাস্কর্য এবং সংশ্লিষ্ট এলাকার সৌন্দর্যকে পুরোপুরি ম্লান করে দিচ্ছে। এই বিষয়টা শুধু আজকের না, অনেক দিন থেকেই খুব পীড়া দিচ্ছে, বারবার মনে হচ্ছিলো আমাদের নিজেদের মাঝে এই ব্যাপারে সচেতনতা ছড়িয়ে দেয়া অত্যন্ত জরুরি। সেখান থেকেই এই উদ্যোগ।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস.এম. মনিরুল ইসলাম মুক্ত ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের শহিদ মিনার কিংবা এরকম স্থানগুলো সাধারণত ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি দিনগুলোতে পরিস্কার করা হয়ে থাকে। তাছাড়া, আমি যতদূর জানি আমাদের নিযুক্ত করা কোনো পরিচ্ছন্ন কর্মী নেই। আর স্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করলেও, এগুলো রক্ষা করারও একটা বিষয় আছে। তবে ডাস্টবিন স্থাপনের বিষয়ে একটু উদ্যোগ নিলেই হবে। একটা ভালো উদ্যোগ, আমি এটা দেখার চেষ্টা করবো।’

মুক্ত ক্যাম্পাস/রোকন/জেডআর

পূর্ববর্তী নিবন্ধচাকরির বয়স বাড়ানোসহ চার দফা দাবিতে কাফন সমাবেশ
পরবর্তী নিবন্ধশর্ত পূরণ না করায় সাক্ষাৎকার কার্ড পাননি মুস্তাফিজ: যবিপ্রবি কর্তৃপক্ষ