কুমিল্লায় যমজ শিশুর নাম রাখা হলো পদ্মা-সেতু 

জেলা প্রতিবেদক
বুধবার, ২২ জুন ২০২২ | ১১:১৮ পূর্বাহ্ণ

কুমিল্লায় একসাথে দুই জমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে ওই দুই জমজ কন্যাশিশু জন্মগ্রহণ করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল নবজাতক দুই কন্যার নাম দেন পদ্মা ও সেতু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতক ও তার মাকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। শিশু দুটির জন্য উপহারসামগ্রী দেওয়া হয়। তাদের চিকিৎসায় সব সুবিধা হাসপাতাল থেকে দেওয়া হয়েছে।

কামরুল হোসেন সোহেল বলেন, ‘মঙ্গলবার সকালে স্বাভাবিক প্রসবে বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার বাচ্চা দুটোর জন্ম দেন। আমি তাদের নাম রাখি পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। ‘

পদ্মা-সেতুর মা ঝুমুর বেগম বলেন, আমার স্বামী মো. সোহাগ সৌদি আরব থাকেন। আজ সকালে আমি হাসপাতালে ভর্তি হই। নরমাল ডেলিভারিতে আমার দুই মেয়ে হয়। ডাক্তার সাব আমার দুই মেয়ের নাম রাখছে পদ্মা ও সেতু। নাম গুলো আমার এবং আমার স্বামীর খুব পছন্দ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনোবিপ্রবিতে জাতীয় খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৫০