থিয়েটার কুবি’র দিনব্যাপি কর্মশালা সম্পন্ন

কুবি প্রতিনিধি
শুক্রবার, ০৪ মার্চ ২০২২ | ১১:৪২ অপরাহ্ণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের’ নাট্য কর্মশালা-২০২২ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম এবং সংগঠনটির সাবেক ও বর্তমান নাট্য কর্মীরা কর্মশালার সেশন পরিচালনা করেন৷

এ কর্মশালার ব্যাপারে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, আমরা ২০২০ সালে একটি সাংগঠনিক সপ্তাহ করেছিলাম কিন্তু করোনার কারনে কর্মশালা আয়োজন করা সম্ভব হয়ে উঠেনি। এই কর্মশালাটি সেই সাংগঠনিক সপ্তাহের অংশ। শিক্ষার্থীদের প্রগতিশীল সাংস্কৃতিক চর্চায় আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নোবিপ্রবিসাসের ‘কিশলয়’ স্মারক উন্মোচন
পরবর্তী নিবন্ধডিআইইউতে মুভি ফেস্ট অনুষ্ঠিত