কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলছে কাল

কিবি প্রতিনিধি
সোমবার, ১৮ জুলাই ২০২২ | ৩:৩১ অপরাহ্ণ
কুবির বাস সার্ভিসে অসন্তোষ প্রকাশ শিক্ষার্থীদের

ঈদুল আজহার ১৬ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাডেমিক কার্যক্রম শুরু হবে।

সোমবার (১৮ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম রবিবার থেকে শুরু হয়েছে এবং আগামীকাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।’

এদিকে, শুক্রবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, ‘আমাদের হল গুলো ১৪ তারিখ পর্যন্ত বন্ধ ছিল এবং ১৫ তারিখ থেকে শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হয়েছে।’

এছাড়াও, মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি কুবি শিক্ষার্থীদের বহনকারী সব রুটের বাস সকাল থেকেই যথারীতি চলাচল করবে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ৩ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম এবং ১৬ জুলাই পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং
পরবর্তী নিবন্ধজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসন বিন্যাস ২০২২