কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | ১:৫৬ অপরাহ্ণ | 214 বার পঠিত

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুবি ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জব্বার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।

সভায় আলোচক হিসেবে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব, তাৎপর্য, সমাজে ঈদে মিলাদুন্নবী নিয়ে প্রচলিত বিভিন্ন ধারণা খণ্ডন করে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুল আলম। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ আবদুল মতিন।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এই আলোচনা সভার উদ্বোধন করেন।

আলোচনা সভায় কুবি ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মুক্ত ক্যাম্পাস/খোরশেদ/জেডআর

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের কর্ণফুলী নদীতে চালু হচ্ছে ওয়াটার বাস
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ জনের মৃত্যুদণ্ড