কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
শনিবার, ১২ অক্টোবর ২০১৯ | ১২:৩৮ অপরাহ্ণ | 106 বার পঠিত

সিলেটের মাইজগাও ফেঞ্চুগঞ্জ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের বগি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশনের কাছকাছি এসে লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। এজন্য বন্ধ রয়েছে ভৈরব-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল।

শনিবার ভোর ৫ টার দিকে কিশোরগঞ্জ-নীলগঞ্জ স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টিশন সূত্রে জানা যায়,ফেন্সুগঞ্জ থেকে আসা মালবোঝাই ট্রেনটি ময়মনসিংহ, জামালপুর হয়ে তারাকান্দি যাওয়ার কথা ছিল। ভোরে নীলগঞ্জ স্টেশনের অদূরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেলে বন্ধ হয়ে যায় ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। উদ্ধারকাজ দ্রুত গতিতে চলছে।

এছাড়া কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন এবং ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস নামে একটি ট্রেন নান্দাইল রেলওয়ে স্টেশনে আটকা আছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

মুক্ত ক্যাম্পাস/ টিআর

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, আবরারের মা
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় অবৈধ নারী ও পুরুষ অভিবাসী আটক