কালিয়ায় সরকারি গাছ নিধনের অভিযোগে মামলা, আটক ১

কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
শনিবার, ১৪ মার্চ ২০২০ | ৭:০৬ অপরাহ্ণ | 128 বার পঠিত

নড়াইলের কালিয়ায় সাংবাদিক পরিচয়ে সড়কের সরকারি গাছ নিধনের অভিযোগে কথিত সাংবাদিক রিয়াজ সরদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
দায়ের হয়েছে। উপজেলা প্রকৌশল অফিসের কমিউনিটি অর্গানাইজার মো. আশিক ইকবাল বাদি হয়ে শুক্রবার রাতে উপজেলার নড়াগাতি থানায়
মামলাটি দায়ের করেছেন। ওই ঘটনায় পুলিশ একজনকে আটক করে আদালতে প্রেরন করেছে।

পুলিশ জানায়, উপজেলার কলাবাড়িয়া গ্রামের ইখলাছ সরদারের ছেলে রিয়াজ সরদার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ফিল্মী ষ্টাইলে তার
সহযোগীদের নিয়ে শুক্রবার সকাল থেকে কালিয়া-চাপাইল সড়কের কলাবাড়িয়া পশ্চিমপার বাজারের উত্তর পাশের মেহগিনি ও শিরিশ গাছসহ প্রায় অর্ধ
লক্ষাধিক টাকা মূল্যের ৬ টি গাছ অবৈধ ভাবে কেটে নেয়। ওইদিন বিকালে কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদার হস্তক্ষেপে পুলিশ কেটে ফেলা ওই
গাছ জব্দ করাসহ কলাবাড়িয়া গ্রামের মহম্মাদ মল্লিকের ছেলে সজিব মল্লিককে (২৫) আটক করে। এবং শুক্রবার রাতে কালিয়া উপজেলা প্রকৌশল
বিভাগের সিও মো. আশিক ইকবাল বাদি হয়ে কথিত রিয়াজ ও সজিবসহ অঞ্জাত নামা ৪/৫ জনকে আসামী করে উপজেলার নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেছেন।

উল্লেখ্য, কথিত ওই সাংবাদিক ও তার
সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির একাধিক অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা প্রশাসন নেয়নি বলে
অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে রিয়াজ সরদার পলাতক রয়েছে।

মুক্ত ক্যাম্পাস/জামান/এমআর

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাসে যা থাকছে
পরবর্তী নিবন্ধঢাবির জিয়া হলের নাম মুছে দেয়ার ঘোষণা মুক্তিযুদ্ধ মঞ্চের