কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

মোঃ জামান হোসেন (জন) কালিয়া প্রতিনিধি:
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ৬:০৮ অপরাহ্ণ | 109 বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার খামার গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন শেখ (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় খামার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুজন শেখ কলাবাড়ীয়া গ্রামের তুরু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সুজন ওই গ্রামের তহিদ শেখের হাস, মুরগির খামারে কাজ করত। সে বৈদ্যুতিক মটর থেকে ধানক্ষেতে পানি দিতে গিয়েছিলো। সেখানে বৈদ্যুতিক লাইনের তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন ঐ কৃষকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মুক্ত ক্যাম্পাস/জামান/এমজে

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার জামিন খারিজ
পরবর্তী নিবন্ধদিল্লিতে সহিংসতার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন