কালিয়ায় ‘দক্ষতা অর্জন ও সচেতনতা শীর্ষক’ সেমিনার

কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১:২০ পূর্বাহ্ণ
কালিয়ায় 'দক্ষতা অর্জন ও সচেতনা শীর্ষক' সেমিনার

‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ, সন্তান দুটোই পাই’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জন ও সচেতনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের কালিয়ায় ইউএনও মো. নাজমুল হুদার সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও মো. নাজমুল হুদা।

কালিয়ায় ‘দক্ষতা অর্জন ও সচেতনতা শীর্ষক’ সেমিনার

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ভাইস চেয়ারম্যান যথাক্রমে মো. ইব্রাহিম শেখ ও সোহেলী পারভীন নিরি, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী, নড়াইল টিডিসি এর প্রশিক্ষক তপন বিশ্বাস ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ যোগ দেন। অনুষ্ঠানে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষতা অর্জনের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সমাজের সকল শ্রেনী ও পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/জামান/জেডআর

পূর্ববর্তী নিবন্ধরাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
পরবর্তী নিবন্ধসর্বোচ্চ বেতন পাবেন মুশফিকুর রহিম