কারিগরির ২১৮১ জনবল নিয়োগের ফল প্রকাশ

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ২২ জুন ২০২১ | ৭:২৯ অপরাহ্ণ
অপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি
কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে ১৩তম গ্রেডে ২ হাজার ১৮১ জন জনবল নিয়োগের ফল প্রকাশিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি অধিদফতরের অধীনে বিভিন্ন পদে নিয়োগের জন্য ২ হাজার ১৮১ জন প্রার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। নিয়োগের সুপারিশকৃত প্রার্থীদের নির্দেশনা অনুযায়ী যোগদান করতে অনুরোধ করা হলো।

এদিকে কারিগরি শিক্ষা অধিদফতর ও অধিদফতরাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিভিন্ন পদে মোট ২ হাজার ১৮১ জনকে নিয়োগের জন্য ২৫ মে পর্যন্ত আবেদন কার্যক্রম চলে। তার মধ্যে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে ১০৫৭ জন, ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক) পদে ১০১৯ জন ও ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব) পদে ১০৫ জন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএসডিজি অর্জনে তিন দেশের অন্যতম বাংলাদেশ: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধশিক্ষক নিয়োগ: হাইকোর্টের আদেশ বহাল রাখল আপিল বিভাগ