কাবুলে ভয়াবহ বিস্ফোরণ: শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ | ১২:৩১ পূর্বাহ্ণ
কাবুলে ভয়াবহ বিস্ফোরণ: শিশুসহ নিহত ১৩

সন্ত্রাসী হামলার সতর্কতা জারির কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে। এতে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ হয়েছে। একে আত্মঘাতী বোমা বিস্ফোরণ বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে মার্কিন এক কর্মকর্তা। তবে এ ঘটনায় কোন দেশের নাগরিক নিহত হয়েছেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সেখানে গোলাগুলি হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এর একটু আগে ইতালির একটি সামরিক বিমান লক্ষ্য করে গুলি ছোঁড়া হলেও, হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে হামলার আশঙ্কায় বিমানবন্দরের বাইরে অবস্থানকারীদের দ্রুত সরে যেতে বলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এরই মধ্যে কানাডা, বেলজিয়াম, ডেনমার্ক তাদের শেষ ফ্লাইটে যাত্রীদের সরিয়ে নিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি টুইটবার্তায় নিশ্চিত করে বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দ পাওয়া যায়।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ৩১শে আগস্টের পরও মার্কিন নাগরিক ও তাদের সহায়তাকারী আফগানদের উদ্ধারে সুযোগ দিতে রাজি হয়েছে তালেবান।

এদিকে, আফগানিস্তানের নিউজ চ্যানেল টোলো নিউজ জানিয়েছে তাদের রিপোর্টার জিয়ার ইয়াদ ও ক্যামেরাম্যানকে মারধর করেছে তালেবান। তাদের মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক যন্ত্রপাতিও নিয়েছে তারা। আফগানিস্তানে তালেবানের শাসনকালে সংগীতের অনুমোদন থাকবে না বলে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধডেমোক্রেসি ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ
পরবর্তী নিবন্ধঅক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খোলার আশা শিক্ষামন্ত্রীর