ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক কাজলের দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৮ জুন ২০২০ | ১:৫৭ অপরাহ্ণ
ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিক কাজলের দুই দিনের রিমান্ড

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের জামিন আবেদন খারিজ করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (২৮জুন) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল মোল্লা রিমান্ড আবেদন করেন।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিক কাজলের জামিন চেয়ে ও রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে সাংবাদিক কাজলের জামিন আবেদন বাতিল ও দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

এর আগে গত ২৪ জুন শেরেবাংলা নগর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় সাংবাদিক কাজলের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

মুক্ত ক্যাম্পাস/এসআর

পূর্ববর্তী নিবন্ধইতালির শিক্ষার্থীরা সেপ্টেম্বরেই স্কুলে ফিরবে
পরবর্তী নিবন্ধ৫৪ কোটি টাকার বাজেট পেল বশেমুরবিপ্রবি, কমেছে ইউজিসির অনুদান