করোনায় দেশে ২৪ ঘণ্টায় ৬৩ মৃত্যু, শনাক্ত ৭৪৬২

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১ | ৪:২৬ অপরাহ্ণ
দেশে আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৫৬৭

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৩ জন। আজ শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫৮৪ জনে। এ সময় ৭ হাজার ৪৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন।

শুক্রবার (৯ এপ্রিল এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশে ৬ হাজার ৮৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৭৪ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৪৫ লাখ ৮ হাজার ৫৩২ জন এবং মৃত্যু হয়েছে ২৯ লাখ ১৪ হাজার ৭৭৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৮৩ লাখ ৪ হাজার ১১২ জন।

পূর্ববর্তী নিবন্ধঅন্তত দুই সপ্তাহের পূর্ণ লকডাউনের সুপারিশ পরামর্শক কমিটির
পরবর্তী নিবন্ধরানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই