করোনা সন্দেহে মাকে হাসপাতালে রেখে পালাল ছেলে

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৬ জুন ২০২০ | ১০:৪৬ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে অসুস্থ এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে ফেলে চলে গেছে তার ছেলে। মনোয়ারা বেগম ওরফে মনিরা (৫৫) নামে ওই নারীর ছেলের এরপর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়ার সহযোগিতায় অসুস্থ ওই নারীকে আজ শনিবার দুপুরে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি করা হয়।

অসুস্থ নারীর বরাত দিয়ে ঢামেক ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দারুস সালাম থানার মিরপুর কমার্স কলেজের পাশে একটি বস্তিতে সপরিবারে ভাড়া থাকেন তিনি। সম্প্রতি ওই নারীর শ্বাসকষ্ট ও কাশি দেখা দেয়। পরে বাড়িওয়ালা ওই নারীর ছেলেকে বলেন, তার মাকে নিয়ে অন্যত্র চলে যেতে অথবা মেডিকেলে ভর্তি করাতে। এরই পরিপ্রেক্ষিতে মনিরাকে ঢাকা মেডিকেল নতুন ভবনের সামনে ফেলে রেখে চলে যায় তার ছেলে মোজাম্মেল।

পরবর্তীতে মেডিকেলের আশপাশের লোকজন ক্যাম্পে খবর দেন। এরপর তাকে ঢামেকে ভর্তি করা হয়।

বাচ্চু মিয়া আরও জানান, বর্তমানে তার চিকিৎসা চলছে। ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত কিনা পরীক্ষার পর জানা যাবে।

মুক্ত ক্যাম্পাস/এসপি

পূর্ববর্তী নিবন্ধকরোনার যেকোনো উপসর্গ থাকলেই পরীক্ষা : আইইডিসিআর
পরবর্তী নিবন্ধনোয়াখালীতে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ