করোনা সংক্রমণ নিয়ে মানুষকে সতর্ক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১০ আগস্ট ২০২০ | ৪:২৯ অপরাহ্ণ
'খাদ্য ঘাটতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার'
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মানুষকে আরো সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরতে বাধ্য করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

(১০ আগস্ট) সোমবার মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় বন্যা দীর্ঘস্থায়ী হলে বন্যা মোকাবিলা ও পুনর্বাসনে সার্বিক প্রস্তুতি নেয়ারও নির্দেশ দেন।

সভায় চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তাসহ তাদের সার্বিক কল্যাণে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

মুক্ত ক্যাম্পাস/এসআর

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকুরিজীবীদের জন্য আসছে নতুন আইন
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯০৭